ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউ'র ভিসির সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বিএসএমএমইউ'র ভিসির সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সানজিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার কোং লিমিটেডের ৮ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) কোরিয়ার এই প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ ইঞ্জিনিয়ার গাউস কিম পি. ই’র নেতৃত্বে বিএসএমএমইউ'র উপাচার্যের কার্যালয়ে এই দলটির সাক্ষাৎ সম্পন্ন হয়।

এসময় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রতিনিধি দলের কাছ থেকে নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন এবং যতদ্রুত সম্ভব নির্মাণ কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

তিনি ২০২০ সালের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করার তাগিদ দেন।  

চুক্তি অনুযায়ী নির্মাণাধীন ১০০০ শয্যাবিশিষ্ট দেশের প্রথম ও সর্বাধুনিক সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কাজ ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে উপাচার্য নির্ধারিত সময়ের আগেই বিশেষ করে ২০২০ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জোর তাগিদ দেন।  

সাক্ষাৎকালে নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক সার্জারি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময় : ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।