ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
খাগড়াছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন- সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের একাডেমিক কনসালটেন্ট ড. ইমাম হাসান রেজা প্রমুখ।


 
চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় প্রায় ১২০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।