ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জ সীমান্তে গুলিতে ৩ বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
শিবগঞ্জ সীমান্তে গুলিতে ৩ বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের ছোড়া গুলিতে তারা আহত হয়।

আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৫), একই এলাকার মড়লপাড়া গ্রামের কালুর ছেলে রাজু (২৩) এবং চিল্লাহিপাড়া গ্রামের সাইদুলের ছেলে আনোয়ার (২৬)।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪০-৫০ জনের একটি চোরাকারবারী দল মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর সীমান্ত পিলারের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ছররা গুলি ছুড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হয়।

এদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা নিলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বুকের বাম বাহুতে গুলি লেগেছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে গুলিতে একজন আহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত জানান চেষ্টা করছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।