ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণে আহত এক শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণে আহত এক শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ: নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত সাত শিক্ষার্থীর মধ্যে তৌহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী মারা গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৌহিদুল ইসলাম নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।

নিহত তৌহিদের বাবা আতাব আলী চৌধুরী ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে মরদেহ নিয়ে এসে দুপুরে নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রোববার বিকেল ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছিল। এসময় রসায়ন ল্যাবে বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন। তৌহিদসহ তিন জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।