ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো ৭৬ চিকিৎসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
নীলফামারীতে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো ৭৬ চিকিৎসক

নীলফামারী: স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নীলফামারী জেলায় নতুনভাবে যোগদান করেছেন ৭৬ জন নিবন্ধিত (রেজিস্ট্রার) চিকিৎসক। 

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেন।  

সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে নতুন চিকিৎসকদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরন করেন সিভিল সার্জন।

তিনি বলেন, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা। ওই ৭৬ জন চিকিৎসক জেলার ছয় উপজেলার কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কম্পেপ্লেক্সে সেবার মান উন্নয়নে কাজ করবেন। এর মধ্যে নীলফামারী সদরে ১৩ জন ও বাকি ৬৩ জন অন্য উপজেলায় কাজ করবেন।  

এ ব্যাপারে, নবনিযুক্ত ডা. মো. শহিদুজ্জামানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, তৃর্ণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে চাকরিতে যোগদান করেছি। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে কমপক্ষে দুই বছর গ্রামে থেকে চিকিৎসাসেবা দিতে হবে এর কোন বিকল্প নেই।  

তিনি বলেন, আমি গ্রামের আলো বাতাসে বড় হয়েছি, পড়াশুনা করেছি গ্রামের বিদ্যালয়ে, তাই গ্রামের মানুষকে সেবা দিতে পারব এজন্য নিজেকে ধন্য মনে করছি।

নীলফামারীর সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবু সফি মাহমুদ বলেন, চিকিৎসকের অভাবে দীর্ঘদিন থেকে ১০০ শয্যার হাসপাতালে ৫০ শয্যার লোকবল দিয়ে চালাতে হচ্ছে। এতে রোগীদের সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয় রোগীরা। নতুন চিকিৎসক আসায় হাসপাতালের ভর্তি রোগীর সেবা নিশ্চিত করা যাবে বলে মনে করেন তিনি।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে বলেন, জেলায় ৭৬ জন চিকিৎসক যোগদান করায় চিকিৎসার মান একধাপ এগিয়ে গেল। উপজেলাভিত্তিক কমিউনিটি ক্লিনিকে গ্রামের মানুষ ঘরে বসে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এটি একটি ভাল খবর।  

অপরদিকে উপজেলাভিত্তিক হাসপাতালে সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।