ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের দেওয়া আগুনে জেলের স্বপ্ন পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
দুর্বৃত্তের দেওয়া আগুনে জেলের স্বপ্ন পুড়ে ছাই

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় ইউনুচ হাওলাদার নামে এক জেলের ইঞ্জিনচালিত মাছ ধরা ট্রলার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার  সদর ইউনিয়নের পশ্চিম চরলাঠিমারা গ্রামের একটি খালে এ ঘটনা ঘটে। এতে ওই জেলের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইউনুচ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চরলাঠিমারা গ্রামের আব্দুল হামেদের ছেলে। তিনি নিজেই ওই ট্রলারটি দিয়ে মাছ শিকার করতেন।

বাংলানিউজকে ইউনুচ বলেন, শনিবার রাতে মাছ ধরার পর ট্রলারটি খালের মধ্যে রেখে বাড়িতে যাই। রোববার ভোরে আমার বড় ভাই খবর দেন ট্রলারটিতে আগুন জ্বলছে। আমি দৌড়ে গিয়ে দেখি ট্রলারটি অর্ধেক পুড়ে গেছে। আমার সংসার চালানোর একমাত্র অবলম্বন ছিল এই ট্রলারটি। এখন কিভাবে আমার দিন চলবে জানিনা।

তিনি আরও বলেন, কিছুদিন আগে স্থানীয় হেমায়েত, বেল্লাল, ফোরকান, মিরাজসহ প্রায় ১০ থেকে ১২ জন লোকের সঙ্গে ঝামেলা হয়েছিল। সে সময় তারা আমাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। আমার ধারণা তারাই আমার ট্রলারে আগুন দিয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন,  বিষয়টি শুনে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।