ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিপি নুরের ওপর হামলায় বাম গণতান্ত্রিক জোটের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ভিপি নুরের ওপর হামলায় বাম গণতান্ত্রিক জোটের নিন্দা বাম গণতান্ত্রিক জোট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে জোটের অস্থায়ী কার্যালয়ে বাম জোটের সভায় এ নিন্দা জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ আল ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কমরেড মোহাম্মদ শাহ আলম, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, অধ্যাপক আব্দুস সাত্তার, সাজ্জাদ জহির চন্দন, খালেকুজ্জামান লিপন, ফখরুদ্দিন কবির আতিক, হামিদুল হক, মনির উদ্দিন পাপ্পু, শহিদুল ইসলাম সবুজ, লিয়াকত আলী প্রমুুখ।

সভায় নেতারা ছাত্রলীগ নেতা ডাকসু এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা ও মুক্তিযোদ্ধা মঞ্চ নামে গুণ্ডা বাহিনী যৌথভাবে ডাকসু ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলায় ২৫ জন আহতের ঘটনায় এবং ডাকসু ভবন ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতারা বলেন, ডাকসু ভবনে ডাকসু ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর যেভাবে ফ্যাসিস্ট কায়দায় হামলা করা হয়েছে তা নজিরবিহীন।

তারা অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা মঞ্চের সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।

এর আগে এই দিন দুপুর ১টার দিকে ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।

এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছে। তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের চিকিৎসকরা তাদের দেখভাল করছেন। এদের মধ্যে তুহিন ফারাবি (২৫) নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।