ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় বিআরটিসি বাস ধাক্কায় আঃ জলিল শেখ (৬৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

জলিল শেখের বাড়ি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার কলমা গ্রামে। তিনি সাদ্দাম মার্কেট জিরো পয়েন্টে থাকতেন।

তার ছেলে উজ্জ্বল শেখ জানান, নারায়ণগঞ্জে লোহার ব্যবসা করতেন তিনি। সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রওনা দেন। পথে সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামসুল আলম জানান, দুর্ঘটার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এজেডএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।