ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন

চুয়াডাঙ্গা: ঘন কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীত আর হিমালয়ের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। টানা তিনদিন সূর্যের দেখা মেলেনি চুয়াডাঙ্গার আকাশে। এতে করে রাতের সঙ্গে দিনেও বেড়েছে শীতের তীব্রতা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমানে ঘন কুয়াশা ও সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। এতে সবথেকে বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড শীতে তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছেন না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বাংলানিউজকে বলেন, তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও ঘন কুয়াশা ও সূর্যের দেখা না মেলায় জেলায় শীত বেশি অনুভূত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।