ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ট্রলিচাপায় আহত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
সুন্দরগঞ্জে ট্রলিচাপায় আহত শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত বালুবাহী ট্রলির চাপায় হাসান (দেড় বছর) নামে আহত এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে হাসানের মৃত্যু হয়।

হাসান উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির সামনে অন্যান্য শিশুদের সঙ্গে লেখা করছিল শিশু হাসান। এসময় পাশের চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের
তিস্তা নদী থেকে আসা বালুবাহী একটি ট্রলি হাসানকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শিশুটির মৃত্যু হয়।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফুল মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।