ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রেড ক্রিসেন্টের যুব সদস্যদের অবদান অস্বীকার করা যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
‘রেড ক্রিসেন্টের যুব সদস্যদের অবদান অস্বীকার করা যাবে না’ ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশে মাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অবদানের কথা অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

সোমবার (২৩ ডিসেম্বর) লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ মাঠে যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘বাংলাদেশে মাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অবদানের কথা অস্বীকার করা যাবে না।

বন্যা, খরা , ঘূর্ণিঝড় যেকোন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা সরকার ও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। রেড ক্রিসেন্টের যুব সদস্যরা মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছে। ’

তিনি আরও বলেন, ‘যারা যুব রেড ক্রিসেন্ট সদস্য হিসেবে কাজ করবে, তারা কখনও পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, বিপদগামীও হবে না, আমি গ্যারান্টি দিয়ে এ কথা বলতে পারি। ’

এর আগে ক্যাম্প পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

ক্যাম্পে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য, যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক, ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক এবং ঢাকা জেলা যুব সদস্য ও সিনিয়র স্বেচ্ছাসেবকসহ ৪০০ জন অংশগ্রহণ করেছেন।

৩ দিনব্যাপী ১ম জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট জোনাল ক্যাম্প-২০১৯, আগামী ২৫ ডিসেম্বরে এই আয়োজন শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ডা. শেখ মো. শফিউল আযম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ মহাসচিব মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরকেআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।