ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরীর তীরে শীতার্তদের কম্বল দিলেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ধলেশ্বরীর তীরে শীতার্তদের কম্বল দিলেন এসপি ধলেশ্বরীর তীরে শীতার্তদের কম্বল দিলেন এসপি

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল জড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদরের হাটলক্ষীগঞ্জ এলাকার লঞ্চঘাটে ২৫০ কম্বল বিতরণ করা হয়।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ‘ছিন্নমূল, শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় রাতে পথেঘাটে শুয়ে থাকা বেশকিছু মানুষকে কম্বল দিয়েছি।

সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। ’

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।