ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে চার ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
রূপগঞ্জে চার ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় চার ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বাংলানিউজকে জানান, পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এনআরবি ব্রিকস, পিআরবি বিকস, এমআরবি ব্রিকস ও এমএমকে ব্রিকস নামে চার ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, যেসব ইটভাটার পরিবেশের ছাড়পত্র ও বৈধ কোনো কাগজপত্র নেই সেগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, পরিদর্শক মইনুল হব, আব্দুল গফুর, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।