ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন ৯ জানুয়ারি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন ৯ জানুয়ারি 

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। এটি হবে নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ অধিবেশন আহ্বান করেছেন।

৯ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  ২০২০ সালের ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে আহ্বান করেছেন একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদের এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। সংবিধান অনুযায়ী প্রতি বছর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের উন্নয়ন তুলে ধরে সংসদে ভাষণ দেন।

গত বছর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবছর ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। গত বছর জাতীয় সংসদের পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে বছরের শুরুর অধিবেশন এবং অর্থ বছরের বাজেট অধিবেশন- এই দু’টি অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিবেশনটি মাসাধিককাল চলার সম্ভাবনা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।