ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে বাবা-মাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
যশোরে বাবা-মাকে কুপিয়ে হত্যা ঘাতক মিলন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় বাবা-মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে পাষণ্ড ছেলে মিলন হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে ঘাতক মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহির উদ্দিন (৫৮) ও আয়না বেগম (৫০)।

ঘাতক মিলনের প্রতিবেশীরা জানায়, মাদকাসক্ত মিলন প্রায়ই টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন। সকালে বাবা-মায়ের সঙ্গে মিলনের বাগবিতণ্ডের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা-মাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত মহির ও আয়নাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে স্থানীয় লোকজন উপজেলার বড়বাড়ি এলাকা থেকে মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় মিলনকে আসামি করে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি রিফাত।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।