ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে গরান কাঠসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
শ্যামনগরে গরান কাঠসহ আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে গরান কাঠসহ নুরুজ্জামান গাজী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান গাছের কাঠ পাচার ও বহনের অভিযোগে নুরুজ্জামানকে আটক করা হয়।

বন আইনে মামলা দায়েরের পর তাকে শ্যামনগর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাম্প্রতিক সময়ে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশ দিয়ে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির শতশত মণ কাঠ পাচার হচ্ছে। অভিযোগ রয়েছে, বন বিভাগের কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মচারীর সহায়তায় দুষ্টচক্র সুন্দরবনের এসব কর্তন নিষিদ্ধ কাঠ পাচার করে থাকে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।