ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

পেঁচারদ্বীপে মিললো নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, ডিসেম্বর ২৭, ২০১৯
পেঁচারদ্বীপে মিললো নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের ইনানীর কাছে পেঁচারদ্বীপ সমুদ্রসৈকত থেকে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পেঁচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে সাগরে ভেসে যায় দেলোয়ার হোসেন নামের এ স্কুলশিক্ষার্থী।

দেলোয়ার খুলনা জেলার সোনা ডাঙ্গার বাসিন্দা সাব্বির আহমদের ছেলে এবং সেখানকার একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিক উল্লাহ জানান, আত্মীয়দের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে পেঁচারদ্বীপ এলাকার বাতিঘর নামের একটি রির্সোটে উঠে দেলোয়ার। সেখান থেকে  সকালে সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে ভাটার টানে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার  ভেসে যাওয়ার স্থান থেকেই দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৯
এসবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।