ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: গত চার দিন ধরে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছিল ৫ দশমিক ৭ ডিগ্রিতে। 

আবহাওয়া অফিস বলছে, সপ্তাহখানেক ধরে তাপমাত্রা অনেকটাই ওঠা-নামা করছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়।

সঙ্গে জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।  

সরেজমিনে জেলার তেঁতুলিয়া উপজেলা ঘুরে জানা যায়, নিম্ন আয়ের অনেক মানুষের কাছে এখনো সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র পৌঁছায়নি। কনকনে শীতের মধ্যে কাজ করে জীবনযাপন করছে খেটে খাওয়া এসব মানুষ। এছাড়াও শীত থেকে একটুখানি রক্ষা পাওয়ার আসায় অনেকেই বাড়ি কিংবা ফুটপাতে খড়কুটো জ্বালিয়ে সময় পার করছেন।  

কুয়াশা।  ছবি: বাংলানিউজতেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি। যা বেড়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি। কয়েক ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে সকাল ৯টায় আবারও রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই দিন বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, আগামী ১/২ জানুয়ারি থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি যখন থেমে যাবে ঠিক তখন থেকেই তাপমাত্রা আরও অনেকটা কমে শীত বেড়ে যাবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।