ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ৩ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সোনারগাঁয়ে ৩ মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২৪২ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবোঝাই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।

পাশাপাশি মাদকব্যবসার কাজে ব্যবহৃত তাদের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।  

দুপুরে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়ার জামাল হোসেন (২৮), ভোলা সদর থানার ধনিয়া এলাকার মোস্তাফিজ (৩৮) ও বরগুনার তালতলী থানার মরান্দ্রা এলাকার মিজানুর রহমান (৩১)।  

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানে পণ্যবোঝাই করে ঢাকা আসছিল। তারা কাভার্ড ভ্যানের ভেতরে পণ্যের আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।