ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হবে ঢাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হবে ঢাকা

ঢাকা: ২০২০ সালের জন্য ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির যুব সংগঠন ইসলামিক কো অপরেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ইস্তাম্বুলে আইসিওয়াইএফ-এর সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, গত ২৫ ডিসেম্বর তুরস্কে চ‍তুর্থ যুব ও ক্রীড়া মন্ত্রীদের ইসলামিক সম্মেলনে ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা দেওয়া হয়।

 

সে অনুযায়ী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এই উদ্যোগ বাস্তবায়নে  বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে একটি চিঠিও দিয়েছে  আইসিওয়াইএফ।

আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকায় নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের তরুণদের চিন্তা ও ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরতে ঢাকাকে ওআইসি ক্যাপিটাল ঘোষণার উদ্যোগ নেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে আইসিওয়াইএফ যাতে ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করে সেজন্য অনুরোধ জানায় বাংলাদেশ। অবশেষে আইসিওয়াইএফ এ ঘোষণা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।