ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
নারায়ণগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইভটিজিংয়ের অপরাধে কানন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) ইভটিজিংয়ের শিকার এক মেয়ের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।  

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শহরের চাষাঢ়া শহীদ মিনারে অভিযোগকারী তার মেয়েকে নিয়ে বেড়াতে গেলে অভিযুক্তরা তাকে উত্যক্ত করে এবং এক পর্যায়ে তার মেয়ের (২২) ওড়না ধরে টান দেয়।

এ ছাড়াও বিভিন্ন কুপ্রস্তাব ও বাজে মন্তব্য করে।  

অভিযুক্তরা হলো- পশ্চিম মাসদাইর এলাকার জসু মিয়ার ছেলে অনিক (২২), হাজীগঞ্জ মলিবাস মোড়ের এমরাহ হোসেনের ছেলে কানন (২২), রনি (২৮) সহ অজ্ঞাত আরও তিন জন।  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনার অভিযোগ পাওয়ার পর এক অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।