ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
নবাবগঞ্জে ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মহিলা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার যন্ত্রাইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

মৃত মহিলা বেগম দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুসাই এলাকার মৃত শেখ ঝাড়ুর স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকেলে দোহার উপজেলার চরকুসাই এলাকার মহিলা বেগম তার ছোট মেয়ে ইয়াসমিনের বাড়ি নবাবগঞ্জের ভাওয়াইলা থেকে ইজিবাইকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। যন্ত্রাইল মসজিদের সামনে এলে অসাবধানতার কারণে ইজিবাইকের ইঞ্জিনের সঙ্গে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে মহিলা বেগমের পুরো মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad