সোমবার (৩০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল মালিক সিরাজুল আমিন রোমেল রোমানিয়া, হাঙ্গেরি, চায়না, পোল্যান্ড ও চেক-রিপাবলিককে প্রায় ৫৫০ কর্মীর ভিসা আছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করে আসছেন।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব ৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টাস্কফোর্স গুলশানের জব্বার টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। অভিযানে বিদেশ পাঠানোর প্রলোভন দেখানো, লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী পাঠানোর বিজ্ঞপ্তি এবং অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি দেওয়াসহ নানা অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এসব কারণের মালিক রোমেল ও মার্কেটিং ম্যানেজার সাজ্জাদুর রহমানকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
জিসিজি/ওএইচ/