ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।  

রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রদূত লি জিমিং। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার। দুই দেশের মধ্যে প্রতিনিয়ত ব্যবসা ও বাণিজ্য বাড়ছে। চীন বাংলাদেশে পদ্মাসেতু, রেল, বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগ করছে। বাংলাদেশে চীনাদের বিনিয়োগের আরো সুযোগ রয়েছে।  

বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চীন বিশ্বে ব্যবসার নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশেও চীনাদের বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। সে কারণে আমরা অন্যদের সঙ্গে চীনকে আরো বিনিয়োগের আহ্বান জানাই।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান সালাহউদ্দিন ইসলাম, বাংলাদেশ ইকনোমিক জোন কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ উপস্থিতক ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।