ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনলাইনে ১৪২ শতাংশ হারে লাভের লোভ দেখিয়ে প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
অনলাইনে ১৪২ শতাংশ হারে লাভের লোভ দেখিয়ে প্রতারণা

ঢাকা: বিনিয়োগের টাকার ১৪২ শতাংশ লাভের লোভ দেখিয়ে অনলাইনে প্রতারণা করে আসছিল একটি চক্র।

সোমবার (৩০ ডিসেম্বর ) রাজধানীর শেওড়াপাড়া থেকে প্রতারকচক্রের মূল হোতা সৈয়দ তুষার হোসেনকে (৩২) আটক করেছে সিআইডি।  

সন্ধ্যায় রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল।

তিনি জানান, সেফ সোর্সবিডি নামক একটি অ্যাপস এর মাধ্যমে এ প্রতারণা করছিল চক্রটি। তারা, এক লাখ টাকা বিনিয়োগ করলে দৈনিক ৩০০ থেকে ৩৯০ টাকা পর্যন্ত মুনাফা দিচ্ছিল। যা ১৪২ শতাংশ হারে বছরে দাঁড়ায়  ১ লাখ ৪২ হাজার ৩৫০ টাকা। এ পর্যন্ত ৩০০ এর অধিক মানুষ তাদের এখানে বিনিয়োগ করেছে বলেও জানতে পেরেছে সিআইডি।  

মোস্তফা কামাল জানান, প্রতিষ্ঠানটি ছয় মাস ধরে তাদের কার্যক্রম চালাচ্ছে। মানুষের আস্থা অর্জন করতে এখন পর্যন্ত তারা মুনাফার টাকা ঠিকমতো পরিশোধ করে আসছে। বেশি পরিমাণ টাকা সংগ্রহ হয়ে গেলে তারা পালিয়ে যেতে পারে।

দুজন সদস্য মিলে এ কার্যক্রমটি পরিচালনা করছে। এর মধ্যে  তুষার আটক হলেও অন্যজন পলাতক।   তদন্তের স্বার্তে তার পরিচয় প্রকাশ করেনি সিআইডি।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং অ্যাপসটি বন্ধে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।