মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওই এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক জাহিদুল ইসলাম বলেন, পোস্তগোলা থেকে অটোরিকশায় ওঠেন ওই ব্যক্তি। পথে অটোবি পেট্রোল পাম্পের সামনে এলে বিপরিত দিক থেকে আসা একটি বাসকে একটি ট্রাক অভারটেক করছিল। এসময় ট্রাকটি অটোরিকশাকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাকি যাত্রীদের তেমন কিছু না হলেও অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এজেডএস/আরবি/