ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

জর্ডানে নতুন রাষ্ট্রদূত নাহিদা সোবহান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৩, জানুয়ারি ১, ২০২০
জর্ডানে নতুন রাষ্ট্রদূত নাহিদা সোবহান

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে নাহিদাই প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে চলেছেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাহিদা সোবহান বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার।

তিনি রোম, জেনেভা ও কলকাতার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। নাহিদা সোবহান বিবাহিতা ও দুই সন্তানের জননী।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘন্টা, জানুয়ারি ০১ ,২০২০
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।