ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শুরুতেই নতুন বই‌য়ের পু‌রোটা পড়ার আহ্বান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
শুরুতেই নতুন বই‌য়ের পু‌রোটা পড়ার আহ্বান 

বরিশাল: পা‌নিসম্পদ প্র‌তিমন্ত্রী জা‌হিদ ফারুক ব‌লে‌ছেন, বই বিতরণের মধ্য দি‌য়ে শিক্ষার্থী‌দের বছ‌রের প্রথম দি‌ন থে‌কে পাঠদা‌নে মন‌যোগী ক‌রে তোলা হ‌চ্ছে। আজকের শিশুরাই আগামীদিনের নেতৃত্ব দেবে। এ লক্ষ্যে নতুন প্রজন্ম‌কে গ‌ড়ে তোলা হ‌চ্ছে। কেননা তাদের যোগ্য হিসেবে গড়তে পারলেই তৈ‌রি হ‌বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা‌দেশ।

‘‌শিক্ষা নি‌য়ে গড়‌বো দেশ, শেখ হা‌সিনার বাংলা‌দেশ’ স্লোগানে ব‌রিশাল জিলা স্কু‌ল প্রাঙ্গণে বুধবার (০১ জানুয়ারি) আয়োজিত পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আ‌মি আশা কর‌বো তোমরা নতুন বইগু‌লো ‌পে‌য়ে প্রথ‌মে গ‌ল্পের বই‌য়ের ম‌তো, শুরু থে‌কে শেষ পর্যন্ত পড়বে।

প্রথ‌মেই কোনো নোট নয়। যাতে বই সম্প‌র্কে সম্যক ধারণা পাওয়া হয়। তারপর পরীক্ষার বিষয়ে গুরুত্ব দি‌য়ে পড়াশোনা শুরু করা উ‌চিত।

‌তি‌নি ব‌লেন, শিক্ষার্থীরা ভ‌বিষ্য‌তে কে কি হ‌তে চায়, সে বিষ‌য়ে এখন থেকেই লক্ষ্য স্থির করতে হবে। কারণ তা‌দের মাঝ থে‌কেই আগামীর বাংলা‌দে‌শের নেতৃত্ব বেরিয়ে আস‌বে।

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী ব‌লেন, সরকার হাজার কো‌টি টাকা ব্যয় ক‌রে এ উ‌দ্যোগ (বই উৎসব) বাস্তবায়ন কর‌ছে। আর এ কাজ কেবল জন‌নেত্রী শেখ হা‌সিনার জন্যই সম্ভব হয়েছে।  

ব‌রিশাল জিলা স্কু‌লের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহার সভাপ‌তি‌ত্বে পাঠ্যপুস্তক উৎসবে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন- মাধ্য‌মিক ও উচ্চশিক্ষা অ‌ধিদপ্ত‌রের আঞ্চ‌লিক প‌রিচালক অধ্যাপক মো. মোয়া‌জ্জেম হো‌সেন, ব‌রিশাল মহানগর পু‌লি‌শের উপ-ক‌মিশনার মো. জাহাঙ্গীর হো‌সেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অ‌ফিসার মো. আ‌নোয়ার হো‌সেন, শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এস এম জা‌কির হো‌সেন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়া‌রি ০১, ২০২০
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।