ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবেশীর সঙ্গে সব সময় চ্যালেঞ্জ থাকে: পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
প্রতিবেশীর সঙ্গে সব সময় চ্যালেঞ্জ থাকে: পররাষ্ট্র সচিব

ঢাকা: প্রতিবেশীদের সঙ্গে সব সময় চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন এই মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।  

প্রতিবেশী দেশ ভারতের এনআরসিতে বাংলাদেশে প্রভাব জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবেশীদের সঙ্গে চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র আবার যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সঙ্গে সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে। অনেক দেশের সঙ্গেই এমন চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছে সুসম্পর্ক। আজও বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। তবে এনআরসি নিয়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটা ভারতে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে।

মাসুদ বিন মোমেন বলেন, নতুন বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো গতি আনতে চাই। এই বছর মুজিববর্ষ রয়েছে। আগামী বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় আমাদের অনেক কিছু করণীয় রয়েছে।

বুধবার পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন মাসুদ বিন মোমেন। তিনি এর আগে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। মোমেন এর আগে ইতালি, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি নিউইয়র্ক, নিউ দিল্লি, কাঠমান্ডু ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন শেষে  প্রায় একমাস আগে তিনি ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এসময় থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া-প্যাসিফিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।