ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে জাতীয় সমাজসেবা দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
ফেনীতে জাতীয় সমাজসেবা দিবস পালন

ফেনী: ‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্যে ফেনীতে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনটি উপলক্ষে বিশেষ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরের মিজান রোডের বুদ্ধিপ্রতিবন্ধী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান  আবদুর রহমান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, ফেনীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সুইড বাংলাদেশ ফেনী শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর।

অনুষ্ঠানে অস্বচ্ছল জনগণ ও প্রতিবন্ধীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র  ঋণ, শীতবস্ত্র কম্বল এবং হুইলচেয়ার বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।