বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে যশোরের সদর উপজেলার বিজয়নগর ও দৌলতদিহি এলাকায় ভৈরব নদ খনন কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরে প্রতিমন্ত্রী ভবদহ এলাকা পরিদর্শন করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, খনন শেষে ভৈরব নদে ছোট ছোট নৌকা, স্টিমার চলাচল করতে পারবে। এতে পণ্য পরিবহনের সুবিধা হবে। নদের ওপর ছোট ছোট সেতু আছে। সেইগুলো নৌ পরিবহনে বাধা সৃষ্টি করবে। এ সেতু অপসারণ করে বড় সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের সভায়।
এসময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডিএ) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত পরিচালক হাবিবুর রহমান, খুলনার প্রধান প্রকৌশলী সিদ্দিকুর রহমান, খুলনার তত্ত্ববধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
ইউজি/ওএইচ/