এক বিবৃতিতে ফজিলাতুন্নেসার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শিক্ষামন্ত্রী।
চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলাতুন্নেসা বাপ্পী (৪৯)।
শিক্ষামন্ত্রী বলেন, ফজিলাতুন্নেসা বাপ্পী ছিলেন রাজপথের সহযোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সুর। তার মৃত্যুতে বাংলাদেশে নারী নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
আরও পড়ুন>>>ফজিলাতুন্নেসা বাপ্পী মারা গেছেন
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমআইএইচ/এসএ