শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, বেশ কিছুদিন আগে ১৫টি গরু কিনে বাড়িতেই খামার করেছিলাম।
তিনি আরও বলেন, আমাদের ধারণা আগে থেকে কেউ ওই খইল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল। ফলে পানি খাওয়ার পরই গরুগুলো মারা যায়। গরুগুলোর দাম প্রায় ৫ লাখ টাকা।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলো মারা গেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য খাবারগুলোর আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে জানা যাবে কিভাবে গরুগুলোর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
আরএ