ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৫ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
ফেনীতে ৫ ব্যবসায়ীর জরিমানা জরিমানা করছেন ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। ছবি: বাংলানিউজ

ফেনী: পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ফেনীতে পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এ জরিমানা করেন ফেনীর প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।

তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ফেনী পৌর শহরের রেলগেইট সংলগ্ন পৌর হকার্স মার্কেটের বিভিন্ন দোকানের মালিককে ‌ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৩৯ ধারা অনুযায়ী সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করেছেন। তারা যেন এ ধরনের কাজ আর না করেন এজন্য তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।