শনিবার (৪ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাসের হেলপারসহ পাঁচ জনের নাম পাওয়া গেছে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ময়মনসিংহ থেকে প্রান্তিক সার্ভিসের যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। পথে বড়বাইদ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপারসহ অন্তত ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে পরিচয় পাওয়া গুরুতর আহত ওই চারজন যাত্রীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাসের হেলপার খায়রুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসআরএস