বিবৃতিতে বলা হয়, ‘ঢাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইরানের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে ইসলামের জন্য নিবেদিতপ্রাণ জেনারেল কাসেম সোলেমানির প্রতি সম্মান জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেনারেল সোলেমানি শুধু ইরানি জনগণের নয়, বরং তিনি বিশ্বের সব মুসলমান এবং নিপীড়িত-বঞ্চিত মানুষের মর্যাদা ও গর্বের প্রতীক হয়ে উঠেছিলেন।
ইরান দূতাবাস জানায়, ‘কাসেম সোলেমানি ইসরায়েল, আল কায়েদা ও আইএস জঙ্গিদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন। তিনি ইরাক ও সিরিয়াকে আইএসের হাত থেকে মুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার একমাত্র অপরাধ ছিল, তিনি যুক্তরাষ্ট্রের লালিত জঙ্গিগোষ্ঠি আইএস নির্মূলে আপসহীন ভূমিকা রেখেছেন। এতে কোনো সন্দেহ নেই যে, এই শহীদের পবিত্র রক্ত প্রতিরোধ-সংগ্রামকে আগের চেয়ে বেগবান করবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধাংদেহী নীতি অকার্যকর করতে সাহায্য করবে। ’
‘জেনারেল কাসেম সোলেমানি তার পুরো জীবন আল্লাহর রাস্তায় নিবেদিত করেছেন। নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও সংগ্রামের জন্য শাহাদতের উচ্চমর্যাদা তার প্রাপ্য ছিল। ’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনায় যারা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে শহীদ জেনারেল সোলেমানি ও শহীদ আবু মাহদি আল-মুহান্দিসের নাম অনন্তকাল বিশ্বের স্বাধীনচেতা মানুষের মনে অমর হয়ে থাকবে। আর এই অপরাধের হোতারা চিরদিন ইতিহাসে ধিকৃত হবে। ’
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
টিআর/একে