রোববার ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার ম্যানুয়েল সাগের ঢাকায় পৌঁছেছেন।
সফরকালে ম্যানুয়েল সাগের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বর্তমান গতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন এবং রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
সোমবার (৬ জানুয়ারি) তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে তিনি স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে চলমান মানবিক সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
সুইজারল্যান্ড বিগত ২০১৭ সাল থেকে রোহিঙ্গা উদ্বাস্তু এবং কক্সবাজারের স্থানীয় জনগণের কল্যাণে ৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া তিনি গাজীপুর ও নরসিংদী জেলায় এসডিসির সহ-অর্থায়নে চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করবেন। প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়ন অংশীদার হিসেবে সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে আছে। অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় শাসন এবং নিরাপদ অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বর্তমানে সুইজারল্যান্ড বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
টিআর/ওএইচ/