রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের গোশালা কাঁচামালের আড়ত, বড়বাজার, বানিয়াপট্টি ও স্টেশন বাজার এলাকায় অভিযান চালায় বাজার মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত।
জেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলী জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও লিয়াকত সালমানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান কাঁচাবাজারে অভিযান চালানো হয়।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে সতর্ক করে দেওয়া হয়।
তিনি আরও জানান, জরিমানাপ্রাপ্তরা মিশরীয় পেঁয়াজ ৬০ টাকায় কিনে ৮০ টাকায় এবং দেশি পেঁয়াজ ১৩০ টাকায় কিনে ১৬০ টাকায় বিক্রি করছিল।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ