ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে শাহিনুর বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

শাহিনুর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রায়চর গ্রামের শাহজাহান শেখের মেয়ে ও নূর আলমের স্ত্রী।

স্বামী নূর আলমের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় মামা বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে মামা বাড়ি থেকে খালা বাড়ি যাবার সময় রেললাইন পার হচ্ছিলেন শাহিনুর। এসময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহিনুর বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুযারি ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet