ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (০৬ জানুয়ারি) মেডিক্যাল বোর্ড গঠনের বিষয়টি জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

ঢামেকের এ পরিচালক বলেন, হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হওয়া ঢাবির ছাত্রীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এই বোর্ডের প্রধান করা হয়েছে গাইনি বিভাগের প্রধান অধ্যাপক সালমা রবকে। এছাড়া ফরেনসিক বিভাগ, ইএনটিসহ অন্য বিভাগের চিকিৎসক রয়েছেন বোর্ডে।

তিনি আরও বলেন, মেয়েটির চিকিৎসার খোঁজ নিতে আমি নিজেই গিয়েছিলাম। খোঁজ নিয়েছি। ঢাবির ভিসি এসেছিলেন ওনার সঙ্গেও গিয়েছিলাম মেয়েটিকে দেখতে।

দুপুরের আগেই মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে বলে জানা যায়।

ওসিসির সমন্বয়কারী ডা. বিলকিস বেগম বাংলানিউজকে বলেন, আমি ছুটিতে আছি। ওসিসির চিকিৎসকরা মেয়টিকে চিকিৎসা দিচ্ছেন। রাত দুইটার সময় সে ওসিসিতে ভর্তি হয়েছে। এর আগে মেয়েটি গাইনিতে চিকিৎসা নিয়েছে।

এর আগে রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাস স্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।  পরে ১০টার দিকে তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন।   সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet