ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চিলমারীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
চিলমারীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা এরশাদুল হকের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ বাজারের তিনটি দোকানে ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় বাজারের সিসিক্যামেরা ভেঙে নৈশপ্রহরী এরশাদুল হকের (৫৫) হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে ডাকাতদল।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ওই বাজার থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

জোড়গাছ বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রমনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল বাংলানিউজকে জানান, পরিকল্পিতভাবে চিলমারীর জোড়গাছ বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত তিনটার পর এই ডাকাতি ঘটে থাকতে পারে। এ সময় দুর্বৃত্তরা নৈশপ্রহরী এরশাদুলকে বাজারের একটি চায়ের দোকানে খুঁটির সঙ্গে হাতপা বেঁধে মুখে গামছা গুজিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

দুর্বৃত্তরা বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের সার্টারের তালা ভেঙে মালাপত্র ও ক্যাশ লুট করে। পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার ও ঘটনাস্থলের ফারুক মিয়ার দোকান থেকে একটি জুতা জব্দ করেছে বলেও তিনি জানান।

ব্যবসায়ী নজির হোসেন জানান, তার দোকানের ভল্ট ভেঙে দুর্বৃত্তরা নগদ ১৫ লাখ টাকা ও ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এসময় তারা সিসিক্যামেরা ভেঙে নিয়ে যায়।

অপর ব্যবসায়ী ফারুক মিয়া জানান, তার দোকান থেকে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট হয়েছে।

লাবু বুক স্টোরের মালিক লিটন জানান, তার ভল্ট থেকে সাড়ে নয় হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। দোষীদের খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet