ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।  

রোববার বিকেলে ক্রিকেট ব্যাটের আঘাতে আহত হয় সে।

এ ঘটনায় রিয়াজ (১৩) নামে নিহতের সহপাঠী অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ।  

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর গ্রামে রোববার বিকেল ৪টায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয় রিয়াজ ও আশরাফুলের মধ্যে। একপর্যায়ে রিয়াজ ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আশরাফুলের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে।  

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সহপাঠী রিয়াজকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসএইচডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।