‘বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস ২০২০’ উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন এবং তারা বিশ্ব যুদ্ধ অনাথ শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
ষোলোআনা বাঙালির চেয়ারম্যান আরআই শেখর বাংলানিউজকে বলেন, আমরা বলতে চাই, যুদ্ধ বন্ধ করো, মানবিক পৃথিবী গড়, আমরা বলি, দূর হোক ভ্রান্তির, জয় হোক শান্তির। ২০১৩ সাল থেকে আমরা বিভিন্ন সামাজিক এবং মানবিক চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমাদের প্রত্যাশা বিশ্ব থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে মানবিকতা প্রতিষ্ঠা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরকেআর/ওএইচ/