ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকের কেবিনের ছাদে ফেনসিডিল, চালক-হেলপার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ট্রাকের কেবিনের ছাদে ফেনসিডিল, চালক-হেলপার আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে ৫২৫ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। 

আটক ব্যক্তিরা হলেন- ট্রাকচালক  মো. সানাউল্লা (৩১) ও হেলপার মো. আসিফ আলী (২০)।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি  উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকায় মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালানো হয়।  এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কেবিনের ছাদ থেকে ৫২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাককটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।     

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet