ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিগগিরই ঢাবি ছাত্রী ধর্ষণের রহস্য উদঘাটন হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
শিগগিরই ঢাবি ছাত্রী ধর্ষণের রহস্য উদঘাটন হবে

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনার রহস্য শিগগিরই উদঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (০৬ জানুয়ারি) রাতে ধানমণ্ডির নিজ বাসভবনে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা ধর্ষণের বিচার দাবিতে স্মারকলিপি পেশ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, এ ঘটনায় পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনীসহ পুলিশের সব ইউনিট কাজ করছে।

কিভাবে ঘটনা ঘটেছে, কারা করেছে খুব শিগগিরই  জানাতে পারব।

আরও পড়ুন...আতঙ্কের কুর্মিটোলা: ছাত্রীদের আপত্তি শোনেনি কেউ

তিনি বলেন, বাংলাদেশে অপরাধ এখন ক্রমান্বয়ে কমে আসছে। তবে আশাতীতভাবে অপরাধ একেবারে কমে গেছে, সে পর্যায়ে আসেনি। এর আগে ইভটিজিং নিয়ে সামাজিকভাবে আন্দোলন করে আমরা সফল হয়েছিলাম। অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করে ভালো সাড়া পেয়েছি। আমি মনে করি ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  

‘সরকার ব্যর্থ’ বিএনপির এমন দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের আমল দেখেন। ওই সময় রাত ১০টার পর নারীরা ঘর থেকে বের হওয়ার চিন্তা করতো না। এখন প্রয়োজনে নারীরা সারারাত বাইরে ঘুরতে পারে, কেউ ভ্রুক্ষেপও করে না। কিন্তু গত ১০/১১ বছর আগে এটি দুঃস্বপ্ন ছিল। দেশ এগিয়েছে, সমাজও এগিয়েছে। কিন্তু বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে পারেনি। এজন্য তারা আমাদের ওপর দায় চাপাচ্ছে।

এর আগে, এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন ডাকসুর প্রতিনিধিদলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।