ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট বারের ঐতিহ্য অনেক সমৃদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
সিলেট বারের ঐতিহ্য অনেক সমৃদ্ধ

সিলেট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেছেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা বাংলাদেশের বিচারাঙ্গণে প্রধান বিচারপতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন। এ কারণে সিলেট বারের ঐতিহ্য অনেক সমৃদ্ধ।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালিক ও অ্যাডভোকেট পঙ্কজ কুমার রায়ের আইন পেশায় ৫০ বছর পূর্তি পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবর্ধনাপ্রাপ্ত দুই আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সংবর্ধনাপ্রাপ্তরা নবীন-প্রবীণ আইনজীবীদের মধ্যে আদর্শ হয়ে থাকবেন।

অ্যাডভোকেট আব্দুল খালিক ও পঙ্কজ কুমার রায় ৫০ বছর আগের আলোয় এখন আলোকিত রয়েছেন। কিভাবে তারা দু’জনে ৫০ বছর কাটিয়ে দিলেন, তা ভাবতেই বিস্মিত হই।

সমিতির সভাপতি জামিলুল হক জামিলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শংকর লাল দাশ ও জোহরা জেসমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ বজলুর রহমান, মহানগর দায়রা জজ আব্দর রহিম, সিলেটের পাবলিক প্রসিকিউটর মিছবাহ উদ্দিন সিরাজ, সরকারি কৌঁসুলি (জিপি) খাদেমুল মিল্লাত জালাল, সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহমদ, সিলেট বারের সাবেক সভাপতি এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম শাহীন, এ.কে.এম. শমিউল আলম, মোহাম্মদ লালা।
 
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।