ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাখা ভেঙে যাওয়ায় ২ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে সুরভী-৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পাখা ভেঙে যাওয়ায় ২ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে সুরভী-৯

বরিশাল: পাখা ভেঙে যাওয়ায় ২ ঘণ্টা বিলম্বে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে এমভি সুরভী-৯ নামের লঞ্চটি।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বাংলানিউজকে বিষয়টি জানান বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।

তিনি জানান, রাত ৯টার দিকে নির্ধারিত সময়ে সুরভী-৯ নামের লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বরিশাল নদী বন্দর থেকে পেছনের দিকে নিয়ে লঞ্চটি ঘোরানোর সময় নদীর অপর প্রান্তের তলদেশে থাকা শক্ত কিছুর সঙ্গে লেগে একটি পাখা ভেঙে যায়। পরে দীর্ঘসময় পর্যবেক্ষণ শেষে একটি পাখার সহায়তায় লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে।

লঞ্চের যাত্রীরা জানান, পাখা ভেঙে যাওয়ার পর দীর্ঘসময় লঞ্চটি চরকাউয়া বাসস্ট্যান্ড সংলগ্ন নদীতে থামিয়ে রাখা হয়। রাত ১১টার দিকে প্রায় ৫০০ যাত্রী নিয়ে সুরভী-৯ লঞ্চটি চরকাউয়া এলাকা ত্যাগ করে।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।