ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীকে ধরতে কাজ চলছে: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীকে ধরতে কাজ চলছে: আইজিপি বক্তব্য রাখছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত বাংলাদেশ পুলিশের এক নম্বর অগ্রাধিকার বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আইজিপি বলেন, ঢাবির ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত এখন বাংলাদেশ পুলিশের এক নম্বর অগ্রাধিকার। পুলিশের সবগুলো ইউনিটগুলো অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ বিতরণ’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সময় বেঁধে দিয়ে তদন্ত করা যায় না মন্তব্য করে তিনি বলেন, কোনো ঘটনা একঘণ্টার  মধ্যেই বের করা সম্ভব হয়। আবার কোনো কোনো ঘটনার তদন্ত শেষ করতে সময় লাগে। দেখতে হবে আমরা আন্তরিকতার সহিত কাজ করছি কিনা।

বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।