মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অনুষ্ঠানে মূল প্রতিবেদন তুলে ধরেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।
ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ২০১৯ সালে মসলা জাতীয় পণ্য পেঁয়াজ, এলাচি, রসুন এবং আদা ছাড়া অধিকাংশ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে ছিল। চালের মূল্য ছিল সহনীয় এবং নিম্নমুখী। তবে বছরের শেষে চাল, আটা, ডিম, শাক-সবজিসহ কিছু পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী ছিল।
‘রাজধানীর ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবা সার্ভিসের মধ্যে থেকে ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যপণ্য এবং ১৪টি সেবা সার্ভিসের তথ্য পর্যালোচনায় বিবেচনা করা হয়েছে। এ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয় বহির্ভূত। ’
তিনি বলেন, রাজধানীর ঢাকায় সংগৃহীত বাজারদর ও বিভিন্ন সেবা সার্ভিসের তথ্য থেকে দেখা যায়, সদ্য বিদায়ী ২০১৯ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। এছাড়া পণ্য মূল্য ও সেবা মূল্য বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। যা ২০১৮ সালে ছিল যথাক্রমে ৬ শতাংশ এবং ৫ দশমিক ১৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
পিএস/আরআইএস