ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৭ হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পাথরঘাটায় ৭ হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ কম্বল বিতরণ করছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য (এমপি) নাদিরা সুলতানা। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় সাত হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলার এক নম্বর রায়াহনপুর ইউনিয়ন পরিষদে এ কম্বল বিতরণ করা হয়। সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের পক্ষে কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি নাদিরা সুলতানা।

 

কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহরা, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম সুজন গাজী প্রমুখ।

এদিকে গত ১ জানুয়ারি রাতে পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়াটিয়াসহ মোট ২৬ জনকে তিন হাজার টাকা করে এবং ছয়জনকে দুই হাজার টাকা করে অর্থ সহয়তা দেওয়া হয়।

এ সময় নাদিরা সুলতানা বলেন, অগ্নিকাণ্ডে যাদের খতি হয়েছে তা পূরণ হবার নয় এবং আমরা তা পূরণও করতে পারবো না। তবে আমরা সবাই এভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করলে হয়তো তারা কিছুটা খতি কাটিয়ে উঠতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।